Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাওয়াশ নিয়ে পাকিস্তান সংসদে হট্টগোল

pakistan-parliamentপাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে শুধু ১৬ বছরের অপেক্ষারই অবসান করেনি টাইগাররা, বাংলাওয়াশের স্বাদ দিয়েছে পাকিস্তানকে। টাইগারদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে ‘বাংলাওয়াশ’ হওয়ার বেদনা কোনভাবেই মেনে নিতে পারছে না পাকিস্তানিরা। আর এ নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় হচ্ছে পাকিস্তান পার্লামেন্টে।

বুধবার বাংলাওয়াশ নিয়ে উত্তাল হয়ে উঠে পাকিস্তান পার্লামেন্ট। পাকিস্তানের জঙ গ্রুপের ইংরেজি ভাষার প্রকাশনা, ইন্টারন্যাশনাল জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের ওয়ানডে সিরিজ পরাজয়ে সেদেশের জাতীয় সংসদে ক্ষোভ তৈরি করেছে। বুধবার পার্লামেন্টের সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা এর তীব্র সমালোচনা করেন এবং একইসঙ্গে পিসিবিতে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন তারা।

chardike-ad

সংসদে পিএমএল-এন সাংসদ শেখ রোহিল আসগর প্রথমে বিষয়টি উত্থাপন করেন। সংসদে বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, যারা ক্রিকেট বিষয়ক বিষয়গুলো দেখাশোনা করেন, তাদের আরো দক্ষ হওয়া উচিত। পিসিবিতে নতুন একটি নির্বাচক কমিটি এবং ওয়ানডেতে নতুন একজন অধিনায়ক নির্বাচন করার জন্যও তিনি দাবি জানান। সূত্র: জিও নিউজ