Search
Close this search box.
Search
Close this search box.

বোমাতঙ্কে হোয়াইট হাউস!

White_Houseশিরোনাম শুনলেই আতকে উঠতে হয়। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র জোশ আর্নেস্টের সাংবাদিক সম্মেলন চলাকালে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সাংবাদিকদের তৎক্ষনাত ওই ঘর থেকে সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, ওই ঘরে বোমা জাতীয় বিস্ফোরক পদার্থ রয়েছে বলে সাংবাদিক সম্মেলন চলাকালে পুলিশের কাছে ভুঁয়া ফোন আসে। এর জেরে সাংবাদিকদের বের করে এইসেনহাওয়ার এক্সিকিউটিভ বিল্ডিংয়ে রাখা হয়। পরে ওই ঘরটি আধঘন্টা পরীক্ষা করেন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা রক্ষীরা। কিন্তু তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক খুঁজে পায়নি। এরপরে আবার ফিরিয়ে আনা হয় সাংবাদিকদের এবং শুরু হয় বৈঠক।

chardike-ad

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সে সময় হোয়াইট হাউসের ভিতরে ওভাল অফিসে ছিলেন। তাঁর স্ত্রী মিশেল ও পরিবারের সদস্যরাও হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন। তবে তাঁদের কোথাও সরানো হয়নি।

সূত্র : এবিপি আনন্দ