রবিবার । জুলাই ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ১২ জুন ২০১৫, ৭:০০ অপরাহ্ন
শেয়ার

বিশ্বের দর্শনীয় ৭ জলপ্রপাত


সারা বিশ্বে রয়েছে নানা রকম অসংখ্য জলপ্রপাত। এদের মধ্যে কোনোটি ছোট, কোনোটি বড় আবার কোনোটি দর্শনীয়। আসুন একনজরে দেখে নেয়া যাক এমনই কিছু জলপ্রপাত…
water-fall

গায়ানার কায়েতুর জলপ্রপাত। বিশ্বের অন্যতম খরস্রোতা। উচ্চতা ২২৬ মিটার।

water-fall

আইসল্যান্ডের গুলফস (গোল্ডেন ফলস) জলপ্রপাত। হোয়াইট নদীর ওপর জোড়া জলপ্রপাত।

water-fall

ভিয়েতনাম ও চীন সীমান্তের দেতিয়ান জলপ্রপাত। খুবই আকর্ষণীয় জলপ্রপাতটি।

water-fall

ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তের ইগুয়াজু জলপ্রপাত। ইগুয়াজু নদীর ওপর মোট ২৭৫টি জলপ্রপাত রয়েছে।

water-fall

জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তের ভিক্টোরিয়া জলপ্রপাত। স্থানীয় নাম মোসি-ওয়া-তুনা। বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত।

water-fall

নায়াগ্রা জলপ্রপাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। বিশ্বের অন্যতম জনপ্রিয় জলপ্রপাত।

water-fall

ভেনেজুয়েলার অ্যাঞ্জেল ফল। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত। মোট উচ্চতা ৯৭৮ মিটার।