cosmetics-ad

চীনে বাস দুর্ঘটনায় ১০ দ. কোরীয় নাগরিকসহ নিহত ১১

bus-accident

বুধবার চীনের উত্তর-পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় ১০ দক্ষিণ কোরীয় নাগরিকসহ ১১ জন নিহত হয়েছেন। ঐ দুর্ঘটনায় আহত চীনা চালক একদিন পর বৃহস্পতিবার মারা যায়।

২৬ জন দক্ষিণ কোরীয় ও দুই চীনা নাগরিক বহনকারী বাসটি চীনের সীমান্ত শহর ড্যাংডং-এর দিকে যাওয়ার সময় ব্রিজ থেকে খাদে পরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় সময় বিকাল ৩.৩০ নাগাদ বাসটি ব্রিজ থেকে প্রায় ১৫ মিটার নিচে পরে যায়। তবে ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটলো, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায় নাই।

নিহত দশ জন দক্ষিণ কোরীয় কর্মকর্তা জিয়ানের উত্তর পূর্ব চাইনিজ শহরে কোরিয়ান সরকারের উদ্যোগে পরিচালিত হওয়া একটি প্রশিক্ষন শালায় অংশ নিতে যাচ্ছিলেন।