Search
Close this search box.
Search
Close this search box.

রাজন হত্যার মূল আসামি কামরুল সৌদিতে আটক

samiul-1সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৩) পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি কামরুল হাসানকে সৌদি আরবে আটক করা হয়েছে বলে জানিয়েছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি।

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় সোমবার তাকে আটক করা হয় বলে জানিয়েছে চ্যানেলটি। গত ৮ জুলাই সকালে সিলেট শহরতলির কুমারগাঁওয়ে ‘চোর’ সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে।

chardike-ad

পরে লাশ গুম করার সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে কামরুলের ভাই মুহিত আলমকে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। রাজন হত্যার ঘটনায় মুহিত, তার ভাই কামরুল ইসলাম, আলী হায়দার ও স্থানীয় চৌকিদার ময়না মিয়া লালকে আসামি করে হত্যা মামলা করা হয়।

জানা গেছে, মামলার আসামি সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের কামরুল হাসান দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। কিছুদিনের জন্য দেশে এসেছিলেন তিনি। রাজনকে পিটিয়ে হত্যার একদিন পরই আবার সৌদি আরব চলে যান তিনি।