Search
Close this search box.
Search
Close this search box.

Arrestক্রিকেট খেলা নিয়ে জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। সেই সাথে তাদের কাছ থেকে নগদ ২৬ লাখ রুপি জব্দ করা হয়েছে।

ভারতে বেশ কিছুদিন ধরেই এমন জুয়াড়িদের গ্রেফতার করার কাজে অভিযান চালায় পুলিশ। তারই ধারাবাহিকতায় হায়দ্রাবাদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে পুলিশ। সেই সাথে জুয়ার কাজে ব্যবহৃত মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করে হায়দ্রাবাদ পুলিশ।

এদিকে ধারণা করা হচ্ছে, হায়দ্রাবাদ ছাড়াও ভারতের আরো তিনটি শহরে ক্রিকেট নিয়ে নিয়মিত জুয়া খেলা হয়। যা ভারতে সম্পূর্ণ অবৈধ। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ নিয়েও জুয়া খেলার সাথে জড়িত থাকতে পারে জুয়াড়ি দলটি।