Search
Close this search box.
Search
Close this search box.

টুপি, পাঞ্জাবি, হিজাব পরে ফ্যাশন শো : ফেসবুকে সমালোচনার ঝড়

fashion-tupi-hijabযমুনা ফিউচার পার্কে গত শুক্রবার ফ্যাশন শো’র আয়োজন করে আম্বার লাইফ স্টাইল। এতে মডার্ন ড্রেসের পাশাপাশি টুপি, পাঞ্জাবি, হিজাব পরে তসবি হাতে মডেলদের ক্যাটওয়ার্ক করতে দেখা যায়। আর এ ঘটনা নিয়েই ফেসবুকে চলছে সমালোচনার ঝড়।

ফ্যাশন শো’র ছবি ফেসবুকে পোস্ট করে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। অনেকেই এটাকে ধর্মবিরোধি কাজ হিসেবেই দেখছেন।

chardike-ad

হাসিবুল নামের এক ফেসবুক ব্যবহারকারী ফ্যাশন শো’র ছবি শেয়ার করে মন্তব্য করেছেন, ‘এটা কি ধরনের ফাইযলামি।’ আবার খালেদ নামের আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘শেষ জামানা’।

এছাড়া মজা লস নামের একটি পেইজ থেকে ফ্যাশন শো’র ছবি পোস্ট দিলে সেখানেও নানাজনে নানা ধরনের মন্তব্য করেছেন।এতে একজন কমেন্ট করেছে, ‘কোন ধর্ম নিয়েই ফাযলামি অথবা বাড়াবাড়ি করা একদম ঠিক না। আমরা যেমন জায়নামাজ, তসবিহ এইসব নিয়ে রঙ্গ-রসিকতা দেখতে চাই না তেমন অন্যান্য ধর্মের দেব-দেবী, পুরোহিত, পূজারী, পাদ্রী এমন কাওকে বা তাদের ধর্মীয় পোশাককে নিয়েও রঙ্গ-রসিকতা দেখতে চাই না।’

তবে আয়োজক সূত্রে জানা গেছে তারা টুপি, পাঞ্জাবি, হিজাব ক্রেতাদের কাছে তুলে ধরতেই ফ্যাশন শো’য়ে তা উপস্থাপন করেছেন।

এ প্রসঙ্গে ফ্যাশন শো’র আয়োজকদের পক্ষ থেকেে নাম প্রকাশে অনিচ্ছুক একজন র‌্যাম্প মডেল বলেন, ‘আমরা আসলে দৈনন্দিন জীবনের পোশাক অনুষঙ্গটা আমাদের শো’য়ে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যেহেতু মুসলমান তাই আমাদের দিনের শুরু হয় ফজর নামাজ পড়ে। সে কারণে আমাদের এই ঐতিহ্যটা ফ্যাশন শো’তে উপস্থাপন করেছি। আমরা ভাল’র জন্যই কাজটা করেছি। এখন যদি এটা নিয়ে সমালোচনা হয় তাহলে তো আমাদের করার কিছুই নেই।’