চার বছরের বৈবাহিক জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন কোরিয়ান তারকা দম্পতি ইম কাং সুং ও লী সল বি। কারও তরফেই এ ব্যাপারে কোন আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইমের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান দরজেল এন্টারটেইনমেন্ট গত শুক্রবার জানিয়েছে যে দু’জনেই বিচ্ছেদের ব্যাপারে মনঃস্থির করে ফেলেছেন। লী চার সপ্তাহের অন্তঃসত্ত্বা বলেও জানায় প্রতিষ্ঠানটি।

kangsung_leeseulbii

chardike-ad

৩৪ বছর বয়সী ইম ও ৩০ বছর বয়সী লীর সম্পর্কের গোড়াপত্তন হয় বছর সাতেক আগে। বন্ধুত্ব থেকে প্রণয় হয়ে তা পরিণয়ে গড়ায় ২০১১ সালে। ২০০২ সালে গায়ক হিসেবে পরিচিতি পাওয়া ইম এসবিএস চ্যানেলে চলমান ‘ইয়ং পাল’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় পা রেখেছেন। বিপরীতে লী নারী বিষয়ক সাময়িকী সেসির মডেল হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে বিভিন্ন ক্যাবল নেটওয়ার্কের ভিডিও জকি ও অভিনেত্রী হিসেবেও নাম কুড়ান। ২০০৯ সালে লিফটিং কিং কং ছবির মাধ্যমে তিনি রূপালি পর্দায় অভিষিক্ত হন।