cosmetics-ad

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় সাই!

অনলাইন প্রতিবেদক, ২ মে ২০১৩:

ইংরেজী ভাষার সবচেয়ে প্রাচীন জ্ঞানকোষ হিসেবে পরিচিত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় ঠাই করে নিলেন কোরিয়ান পপ সেনসেশন সাই। মার্চ মাসে চালু হওয়া ব্রিটানিকার অফিশিয়াল ওয়েবসাইটে সাইয়ের নামটি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে কিংবদন্তী হওয়ার পথে আরেকটি ধাপ অতিক্রম করলেন হালের অন্যতম জনপ্রিয় এই র‍্যাপ গায়ক।
psy151984364
ব্রিটানিকার অনলাইন ভার্সনে সাইয়ের পরিচয় দিতে গিয়ে লিখা হয়েছে, “দক্ষিণ কোরিয়ান সংগীতশিল্পী ও র‍্যাপার যিনি ২০১২ সালে  তাঁর পপ সং খাংনাম স্টাইলের হাস্যরসাত্মক ভিডিওচিত্র দিয়ে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন।”

প্রসঙ্গত, কোরিয়ায় বিতর্কিত ও বিদ্রূপাত্মক জ্ঞানের শিল্পী হিসেবে পরিচিত সাইয়ের আসল নাম পার্ক জে-স্যাং। গেলো বছর তাঁর খাংনাম স্টাইল গানের সাথে ঘোড়ায় চড়ে ভিন্নধর্মী নাচের ভিডিওচিত্রটি তাঁকে দুনিয়াজোড়া খ্যাতি এনে দেয়। একের পর এক পুরস্কার, মিউজিক টপ চার্টগুলোতে দীর্ঘ সময়জুড়ে শীর্ষ অবস্থান ধরে রাখার পাশাপাশি ইউটিউবে গানটির ভিডিওচিত্রে হিট পড়ে রেকর্ড ১২৫ কোটিরও বেশী। সম্প্রতি কলিন্স অভিধানেও যুক্ত করা হয়েছে “খাংনাম স্টাইল” শব্দজুগল।