Search
Close this search box.
Search
Close this search box.

‘আমেরিকায় হামলা চালাতে সক্ষম উ.কোরিয়া’

russ-attackউত্তর কোরিয়া আমেরিকার ভূখণ্ডের ভেতর পরমাণু হামলা চালাতে সক্ষম বলে মন্তব্য করেছেন মার্কিন নৌ বাহিনীর শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্তর কোরিয়ার পর্যাপ্ত পরমাণু কারিগরী প্রযুক্তি রয়েছে।

পদমর্যাদায় অ্যাডমিরাল উইলিয়াম গোরনি নামের ওই কর্মকর্তা বলেন, আমাদের প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া সত্যিকার অর্থেই পরমাণু অস্ত্রে সজ্জিত। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দ্বারা আমেরিকার মাটিতে পরমাণু হামলা চালানোর ক্ষমতা তাদের রয়েছে।

chardike-ad

তিনি আরও বলেন, উত্তর কোরিয় নেতা কিম জং-উনের ওপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। তবে তাঁর আচরণ আগে থেকে কিছুই অনুমান করা যাচ্ছে না। এজন্য মার্কিন সামরিক বাহিনীকে দিনের ২৪ ঘন্টাই পরমাণু হামলার ব্যাপারে সতর্ক থাকতে হয়।

গোরনি বলেন, আমরা সব সময়ই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এ সময় তিনি কিম জং-উনকে উদ্দেশ করে বলেন, তিনি কখন নির্বোধের মতো আমাদের দিকে এসব ছুঁড়ে মারেন তা তো বলা যায় না। আর তাই আমরা ২৪ ঘণ্টা সতর্ক রয়েছি। তাদের উৎক্ষেপিত সব ধরণের রকেটই আমরা ভুপাতিত করতে সক্ষম হবো বলে আশা করছি।