Search
Close this search box.
Search
Close this search box.

সবচেয়ে বাজে সেবা প্রদানকারী ১০ বিমান বন্দর

Kabul-Airportসম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পৃথিবীর বিভিন্ন দেশের বিমান বন্দর ব্যাবহারকারী যাত্রীদের অভিজ্ঞতা নিয়ে এক রপোর্ট প্রকাশ করে। রিপোর্টে ২০১৫ সালের সবচেয়ে বাজে সেবা প্রদানকারী ১০ বিমান বন্দরের নাম প্রকাশ করে এই সংবাদ মাধ্যম।

সংবাদ মাধ্যমে প্রকাশ উল্লেখিত বিমান বন্দরগুলো নিয়ে যাত্রীদের অভিযোগের সীমা নেই। সময়মত বিনাম না পৌছানো, বমান বন্দরের ভিতরের বাজে পরিবেশসহ নানা ধরনের অভিযোগে যাত্রীরা চরম বিরক্তিতে আছে। একেবারে উপায় নেই বলেই তারা অনিচ্ছাসত্তেও বিমান বন্দরগুলো ব্যাবহার করছে। অন্যথায় বিকল্প ব্যাবস্থা থাকলে ভুলেও এই পথে আসতেন না বলে জানান বেশিরভাগ যাত্রীরা।

chardike-ad

তো চলুন দেখে নেয়া যাক ২০১৫ সালের সবচেয়ে বাজে সেবা প্রদানকারী ১০ বিমান বন্দরঃ

১। পোর্ট হারকোর্ট আন্তর্জাতিক বিমান বন্দর, নাইজেরিয়া।

২। কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর, সৌদি আরব।

৩। ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর, কাঠমান্ডু, নেপাল।

৪। তাশকেন্ট আন্তর্জাতিক বিমান বন্দর, উজবেকিস্তান।

৫। সিমন বলিভিয়ার আন্তর্জাতিক বিমান বন্দর, ক্যারাকাস, ভেনিজুয়ালা।

৬। টোসোয়াইন্ট লুভারচার আন্তর্জাতিক বিমান বন্দর, পোর্ট এ ইউ প্রিন্স, হাইতি।

৭। হামিদ কারযাই আন্তর্জাতিক এয়ারপোর্ট, কাবুল, আফগানিস্তান।

৮। টান সন নহাট আন্তর্জাতিক বিমান বন্দর, হো চি মিন সিটি, ভিয়েটনাম।

৯। বেনজির ভুট্রো আন্তর্জাতিক বিমান বন্দর, ইসলামাবাদ, পাকিস্তান।

১০। বেউয়াবিয়াস টিল্লি আন্তর্জাতিক বিমান বন্দর, প্যারিস।