Search
Close this search box.
Search
Close this search box.

প্রথমবারের মত কোরিয়া আসছে এলআরবি

image_1257_352270

বিশ্বের অনেক দেশেই গান করার অভিজ্ঞতা আছে দেশের অন্যতম শীর্ষ ব্যান্ড এলআরবির। এবার প্রথমবারের মতো কোরিয়ায় গাইবে ব্যান্ডটি। ৩১ মে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বে এলআরবি। সেখানকার স্থানীয় বাংলাদেশিদের আয়োজনে সিউলে একটি অনুষ্ঠানে গাইবে এলআরবি। অনুষ্ঠান শেষে ৫ জুন দেশে ফিরবেন ব্যান্ডের সদস্যরা। এ প্রসঙ্গে এলআরবির প্রধান আইয়ুব বাচ্চু বলেন, ‘কোরিয়ার কথা বিভিন্ন সময় শুনেছি। তবে যাওয়া হয়নি কখনো। এবার যাচ্ছি। আশা করছি, ভালো সময় কাটবে। গান গাওয়ার পাশাপাশি সেখানকার দর্শনীয় কিছু স্থানে ঘুরে বেড়ানোর ইচ্ছাও আছে আমাদের।’ সফরে আইয়ুব বাচ্চুর সঙ্গে থাকছেন ব্যান্ডের অন্য সদস্যরা। এদিকে কোরিয়া যাওয়ার আগের দিন সিলেটে একটি মেডিক্যাল কলেজের অনুষ্ঠানে পারফর্ম করবে এই ব্যান্ড। এলআরবির সর্বশেষ অ্যালবাম ‘যুদ্ধ’ প্রকাশ পায় গত বছর। অ্যালবামটি বাজারে আনে ডেডলাইন মিউজিক।

chardike-ad

সুত্রঃ কালের কন্ঠ