Search
Close this search box.
Search
Close this search box.

কারাগারে মুজাহিদের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

mujahid-family
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ১টা ৪০মিনিটের দিকে কারাগারে প্রবেশ করেন এবং ২টা ৪০ মিনিটের দিকে বের হয়ে আসেন তারা। এর আগে মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করে তার পরিবার।

chardike-ad

মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাবরুর এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎ করতে কারাগারে মুজাহিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও মেয়ে জামাইসহ ১২ জন গেলেও সাতজনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে ফাঁসির দণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্ট। মুজাহিদকে এখন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।