Search
Close this search box.
Search
Close this search box.

৫০ লাখ গ্যালাক্সি এস৭ উতপাদন করবে স্যামসাং

Samsung-Galaxy-S7প্রাথমিকভাবে গ্যালাক্সি সিরিজের নতুন ডিভাইস এস৭-এর ৫০ লাখ ইউনিট উত্পাদনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানায় দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক টাইমস। খবর বিজনেস ইনসাইডার।

নতুন ডিভাইসটির দুটি সংস্করণ বাজারে আনার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। এর মধ্যে রয়েছে ৫ দশমিক ২ ইঞ্চির সমতল পর্দার গ্যালাক্সি এস৭ ও সাড়ে ৫ ইঞ্চির বাঁকানো পর্দার গ্যালাক্সি এস৭ এজ। এর মধ্যে সমতল পর্দার ৩৩ লাখ ইউনিট উত্পাদনের লক্ষ্য কোরীয় প্রতিষ্ঠানটির। আর বাঁকানো পর্দার সংস্করণটি উত্পাদন করা হবে ১৬ লাখ ইউনিট। আগামী ফেব্রুয়ারিতে ডিভাইসের সংস্করণ দুটি বাজারে আসবে বলে জানা গেছে। বাঁকানো পর্দার ডিভাইস এর আগেও বাজারে এনেছে তারা। এর চাহিদার কথা মাথায় রেখেই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস আনছে স্যামসাং।

chardike-ad