Search
Close this search box.
Search
Close this search box.

এবার পরিত্যক্ত বিমানে রেস্টুরেন্ট!

bimanপ্রযুক্তির কল্যাণে মানবজাতি কত কিছুই না করছে! মহাকাশে রেস্টুরেন্ট, সমুদ্রের নিচে টেনিস কোর্ট ও বসতবাড়ি, ছাদের উপর সুইমং পুল থেকে শুরু করে আরো কত কিছু বানাচ্ছে। এছাড়া সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলে গোলআলু চাষেরও ঘোষণা দিয়েছেন! আর এবার পরিত্যক্ত একটি বিমানে রেস্টুরেন্ট তৈরি করতে যাচ্ছে চীন। ব্যাপারটি মঙ্গলে গোলআলু চাষের চেয়ে সহজ হলেও রোমাঞ্চকর মনে হতে পারে।

পরিত্যক্ত বিমানে রেস্টুরেন্ট তৈরির লক্ষ্যে চীন সম্প্রতি বোয়িং ৭৩৭ মডেলের একটি পরিত্যক্ত বিমান ক্রয় করেছে। ৬১ বছরের পুরনো এই বিমানটি ৩৫ মিটার লম্বা। যাত্রীবাহী এই বিমানকে রেস্টুরেন্টে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি। ইতোমধ্যে ভবিষ্যৎ রেস্টুরেন্ট হতে যাওয়া বিমানটি দেখতে নানা দেশের পর্যটকরা ভিড় করছেন।

chardike-ad