মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১০ জানুয়ারী ২০১৬, ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

এবার ছেলেশিশুকে গণধর্ষণের পর হত্যা


male-childপাকিস্তানে এবার সাত বছর বয়সী এক ছেলেশিশুকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে খ্রিস্টান অধ্যুষিত বাহাওয়ালনগর জেলায় এই ঘটনা ঘটেছে। শুক্রবার একটি ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

ইসলামাবাদভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার খবরে বলা হয়েছে, এই শিশুটি গত বৃহস্পতিবার নিখোঁজ হয়। একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়। এতে জানা যায়, শিশুটিকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সাহার ফরিদ জানান, চার ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার এড়াতে এই ব্যক্তি পালিয়ে গেছে।