Search
Close this search box.
Search
Close this search box.

বিমান ঘাঁটিতে হামলা : ভারতের অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের

india-biman-ghatiপাঠানকোট ভারতীয় বিমান ঘাঁটিতে হামলাকারীদের সম্পর্কে দিল্লি সরকার পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। সেদেশের সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে।

ভারতীয় পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, যেসব সন্ত্রাসী ওই হামলায় অংশ নিয়েছিল, তারা যে মোবাইল সিম ব্যবহার করেছিল, সেটা পাকিস্তানের। কিন্তু পাকিস্তান তদন্তকারী সংস্থা সূত্রে জানানো হয়েছে, জঙ্গি হ্যান্ডলারদের যে ফোন নম্বরগুলি ভারতের পক্ষ থেকে দেয়া হয়েছিল, তা সেদেশের কোনো সার্ভিস প্রোভাইডারের নয়। ভারতকে তাদের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তান।

chardike-ad

হামলার আগে জঙ্গিদের করা ফোন কল ও কথোপকথনের বিবরণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ভারত। ভারত এ-ও দাবি করে, জঙ্গিরা নিষিদ্ধ জেহাদি সংগঠন জইশ-ই মহম্মদের সঙ্গে জড়িত। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের থেকে তথ্য পেয়ে দ্রুত তদন্ত শুরু করে নওয়াজ শরিফের প্রশাসন। তারপরই ইসলামাবাদের পক্ষ থেকে সোমবার জানানো হয় যে, ভারতের দেয়া নম্বরগুলো পাকিস্তানের নয়।