Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশিকে পিটিয়ে হত্যা বিএসএফের, লাশ নিয়ে গেছে

Kurigramকুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে আব্দুল গনি (৫০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ। এ সময় বিএসএফের পিটুনিতে আহত আরো এক গরু ব্যবসায়ী আলাউদ্দিন বিএসএফের হাত থেকে পালিয়ে এসেছেন।

তাদের দুজনের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা গ্রামে বলে জানা গেছে।

chardike-ad

বিজিবি ও এলাকাবাসী জানায়, শালঝোড় সীমান্তের ৯৮৮ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে ভোর রাতে গরু আনতে গেলে ভারতে কোচবিহার সীমান্তের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে ধরে নিয়ে যায়। এ সময় তাদের পিটুনিতে একজন মারা যায় অপরজন আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসেন।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক জাকির হোসেন জানান, দুজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের আটক করে পিটুনি দেয়। এ সময় আব্দুল গনি (৫০) মারা গেলে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে ফেলে রাখে বিএসএফ। অপর গরু ব্যবসায়ী আলাউদ্দিন আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। বিএসএফের পিটুনিতে নিহত আব্দুল গনির লাশ ফেরত আনতে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। সূত্রঃ নতুনবার্তা।