বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৩ ফেব্রুয়ারী ২০১৬, ৭:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে বাজার দখলের দ্বৈরথে স্যামসাং, অ্যাপল


apple-vs-samsungযুক্তরাষ্ট্রে অ্যাপলের প্রভাব আর বেশি দিন প্রলম্বিত হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটির বাজার ক্রমেই দখল করে নিচ্ছে মার্কিন আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোম্পানিগুলো। গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান পার্কস অ্যাসোসিয়েটস বলছে, অ্যাপল ও স্যামসাংয়ের বাজার দখলের পরিসরে ব্যবধান খুব একটা বেশি নয়। গত বছরের বাজার পর্যবেক্ষণের ফলাফল এটি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

পার্কস অ্যাসোসিয়েটসের প্রতিবেদন অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রের বাজারের ৪০ শতাংশ ছিল অ্যাপলের দখলে। আর ৩১ শতাংশ জুড়ে আছে স্যামসাং। এছাড়া এক-তৃতীয়াংশ ব্যবহারকারী ব্যবহার করেন পুরনো মডেলের আইফোন। এমনকি তাদের হাতে দেখা গেছে বছর দুয়েক আগের পুরনো মডেল। অন্যদিকে স্যামসাংয়ের নতুন মডেল ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক বেশি।

গত বছরের আগস্টে আরেক গবেষণা প্রতিষ্ঠান কমস্কোর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের ৪৪ দশমিক ১ শতাংশ বাজার দখল করে আছে অ্যাপল। অন্যদিকে স্যামসাং ২৭ দশমিক ৪ শতাংশ। এ পর্যবেক্ষণ থেকেই বোঝা যায়, বিশ্বের বৃহত্ অর্থনীতির দেশটিতে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে অ্যাপল।

স্যামসাংয়ের পাশাপাশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চাহিদাও চাঙ্গা। যুক্তরাষ্ট্রের বাজার এলজি ১০ শতাংশ দখলে রেখেছে। অন্যদিকে মটোরোলা, এইটিসিসহ অন্য অ্যান্ড্রয়েড ওইএমগুলোর অংশ সব মিলিয়ে ৫ শতাংশ। অ্যাপল স্যামসাং ৭০ শতাংশের মতো বাজার দখলদারিত্ব অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য খানিকটা উদ্বেগের কারণ।

পার্কস অ্যাসোসিয়েটসের হেলথ অ্যান্ড মোবাইল প্রডাক্ট রিসার্চের পরিচালক হ্যারি ওয়াং                বলেন, স্মার্টফোন উত্পাদনকারী হিসেবে অ্যাপলই যুক্তরাষ্ট্রের বাজার দখল করে রেখেছে। কিন্তু স্যামসাংও ধীর লয়ে এগোচ্ছে। তবে চলতি বছর প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়বে। এলজিও খুব একটা পিছিয়ে নেই। এবার এ প্রতিষ্ঠানও যুক্তরাষ্ট্রে প্রভাব গড়তে সচেষ্ট হবে।

অ্যাপলের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। আগের সব রেকর্ড ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটির জন্য। আসছে মাসগুলোয় আইফোন বিক্রিও কমতে পারে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সামনে আইফোন ৫এসই উন্মোচনের কথা রয়েছে। ৪ ইঞ্চির স্মার্টফোনটি অ্যাপলে বর্তমান পরিস্থিতিতে কী প্রভাব আনতে পারে, সেটিই এখন দেখার বিষয়। বণিকবার্তা।