সোমবার । জুন ২৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৯ মার্চ ২০১৬, ১:৪৯ অপরাহ্ন
শেয়ার

উ. কোরিয়ার ছোট পারমাণবিক ওয়ারহেড আছে : কিম


উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দাবি করেছেন, তার দেশের বিজ্ঞানীরা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে বসানো যায় এমন ছোট ছোট পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছেন।

বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখানো হয়েছে, উ. কোরিয়ার নেতা গণমাধ্যমের ভাষায় একটি ছোট অস্ত্রের পাশে দাঁড়িয়ে রয়েছেন। তবে শুধু ছবি দেখে এ ধরনের দাবির সত্যতা যাচাই করা অসম্ভব। এছাড়া বিশেষজ্ঞদেরও উ. কোরিয়ার এ ধরনের দাবির প্রতি দীর্ঘদিন ধরে সন্দেহ রয়েছে।

n2জাতিসংঘের কিছু কঠোর নিষেধাজ্ঞার জবাবে উ. কোরিয়া তাদের বাগাড়ম্বর জোরদার করেছে। পিয়ংইয়ং চতুর্থ পারমাণবিক পরীক্ষা ও একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পর নিরাপত্তা পরিষদ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সম্প্রতি উ. কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় নির্বিচারে পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়েছে। ওয়াশিংটন ও সিউল এ যাবৎকালের সবচেয়ে বড় বার্ষিক সামরিক মহড়া শুরুর পর পিয়ংইয়ং এ হুমকি দিল।

উ. কোরিয়ার নেতা কিম বুধবার একটি পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সময় ছোট ওয়ারহেড তৈরির দাবি করেন।

কিমের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে খাপ খায় এমন পারমাণবিক ওয়্যাারহেড উ. কোরিয়া তৈরি করেছে।
তিনি একে সত্যিকার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা বলে উল্লেখ করেছেন।

কিম হাইড্রোজেন বোমায় ব্যবহৃত তাপ-পারমাণবিক ডিভাইসের জন্য তৈরি পরামাণবিক ওয়্যারহেডও পরিদর্শন করেন।