Search
Close this search box.
Search
Close this search box.

ভুয়া বোমাতঙ্কে ব্যাংককে এয়ার ইন্ডিয়া ফ্লাইটের যাত্রীদের নামানো হলো

ব্যাংককের প্রধান বিমানবন্দরে বুধবার মধ্যরাতের দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট থেকে যাত্রীদের জরুরী ভিত্তিতে নামিয়ে আনা হয়েছে। ভুয়া বোমাতঙ্কের ঘটনায় তাদের এভাবে নামিয়ে আনা হলো। থাই কর্তৃপক্ষ একথা জানায়।

দিল্লি থেকে ২৩১ জন যাত্রী বহনকারী ব্যাংককগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৩৩২ কে সুবর্ণভূমি বিমানবন্দরের পৃথক একটি জায়গায় পার্ক করার নির্দেশ দেয়া হয়। ওই বিমানে বিস্ফোরক রয়েছে এমন খবর পাওয়ার পর এটি করা হয়।

chardike-ad

iবৃহস্পতিবার থাইল্যান্ড বিমানবন্দরের (এওটি) এক বিবৃতিতে বলা হয়, ওই বিমানটি, বিমানে তোলা লাগেজ ও যাত্রীদের তল্লাশি করে সংশ্লিষ্ট সংস্থাসমূহ। কিন্তু সন্দেহ করার মতো কোন বস্তু পাওয়া যায় নি। তখন জরুরী অভিযান বন্ধ করা হয়।

বিবৃতিতে বলা হয়, যাত্রীদের জরুরী ভিত্তিতে সরিয়ে নেয়ার সময় ৪২ জন সামান্য আহত হয়। তাদের বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এতে আরো বলা হয়, এ ঘটনায় বুকে ব্যথাজনিত কারণে এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর কর্মকর্তারা এ বোমাতঙ্কের ঘটনায় কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ওই এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়, বিমানটি স্থানীয় সময় বিকেল ২ টা ৫ মিনিটে দিল্লী ছেড়ে যায় এবং সন্ধ্যা ৭ টা ১৩ মিনিটে সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে।

মধ্যরাতের পরপরই জরুরী ভিত্তিতে তল্লাশি অভিযান চালানোর জন্য বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, সুবর্ণভূমি হচ্ছে থাইল্যান্ডের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এ বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ৫ কোটি যাত্রী আসা যাওয়া করে থাকে।