বুধবার । জুন ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১২ এপ্রিল ২০১৬, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

আগামীকাল দক্ষিণ কোরিয়ার সংসদ নির্বাচন


3 partyআগামীকাল দক্ষিণ কোরিয়ার ২০তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহুর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছে সরকারী দল এবং বিরোধী দল। নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করা পিপলস পার্টিও জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

কোরিয়ার জাতীয় সংসদের ৩০০ আসনের ২৫৩ আসনে সরাসরি নির্বাচন হবে। অন্য ৪৭টি সংরক্ষিত আসনে ভোটের অনুপাত অনুযায়ী রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন দেওয়া হবে।

এবারের নির্বাচনে মোট ৯৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। যার মধ্যে ৮৪৪জন পুরুষ প্রার্থী এবং ১০০জন নারী প্রার্থী।

সাম্প্রতিক কয়েকটি জরিপে সরকারী দল সেনুরি পার্টির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিরোধী দল মিনজু পার্টিও সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে আশাবাদী। তবে এবারের নির্বাচনে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করবে পিপলস পার্টি এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।