Search
Close this search box.
Search
Close this search box.

‘জ্ঞানী’ ট্রাম্পের প্রশংসায় নর্থ কোরিয়া

pemNHULUAzeoযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। বলেছে, এই ‘জ্ঞানী রাজনীতিক’ নর্থ কোরিয়ার জন্য মঙ্গলজনক হতে পারে।

ডিপিআরকে টুডে নামের ওই গণমাধ্যমের সম্পাদকীয়তে বলা হয়, ট্রাম্প একজন ‘দূরদৃষ্টিসম্পন্ন প্রেসিডেন্ট পদপ্রার্থী’।

chardike-ad

কিছুদিন আগেই ট্রাম্প নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বক্তৃতায় বলেছিলেন, তিনি নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দেখা করতে আগ্রহী। তিনি সাউথ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও প্রস্তাব জানান।

বিশ্লেষকদের মতে, সম্পাদকীয় নিবন্ধটি নর্থ কোরিয়ার আনুষ্ঠানিক নীতিমালার কথা না হলেও সে দেশের সরকারের চিন্তাধারার প্রতিফলন।

নর্থ কোরিয়া সরকার বহুদিন ধরেই কোরিয়ান উপদ্বীপ অঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার দাবি করে আসছিল।

নর্থ কোরিয়া বিষয়ক চীনা বিশেষজ্ঞ ও লেখক হান ইয়ং-মুকের মতে, সাউথ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ট্রাম্পের নীতি নর্থ কোরিয়ার স্বপ্নই পূরণ করবে।