Search
Close this search box.
Search
Close this search box.

সন্তান নিখোঁজ হলে জানান: র‌্যাব

benjirসন্তান নিখোঁজ হয়ে থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি বলেন, “পরিবারের সন্তান নিখোঁজ হয়ে থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। ব্লগ-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কোনো এলাকায় জঙ্গি তৎপরতার কথা জানা থাকলে সেটিও জানান।”

সোমবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজে মুসল্লিদের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বেনজির।

chardike-ad
 নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে র‌্যাব মহাপরিচালক বলেন, “শুক্রবার রাতে গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনাটির কথা বিবেচনায় রেখে ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।”

মুসল্লিরা নির্ভয়ে নামাজ আদায় করতে আসবেন বলে তারা নিরাপত্তা ব্যবস্থাকে বাড়াবাড়ি হিসেবে দেখবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি।