বৃহস্পতিবার । জুন ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুলাই ২০১৬, ১:৩৯ অপরাহ্ন
শেয়ার

উ. কোরীয় বিমানে আগুন, জরুরি অবতরণ


flag-north-koreaউত্তর কোরীয় পতাকাবাহী বিমান এয়ার কোরিয়োতে শুক্রবার আগুন ধরে গেলে বিমানটি চীনের উত্তরপূর্বাঞ্চলীয় নগরী শেনইয়াংয়ে জরুরি অবতরণ করেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে। সিনহুয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে উড্ডয়নের পর ‘বিমানটিতে আগুন ধরে গেলে’ চালক বিমানটির গতিপথ পরিবর্তন করে শেনইয়েংয়ে অবতরণ করে। বিমানটি পিয়ংইয়ং থেকে বেইজিং যাচ্ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিমানের এক যাত্রীর বরাত দিয়ে প্রতিবেদনটিতে একথা বলা হয়েছে। প্রতিবেদনটিতে বিমানটির ক্ষতি সম্পর্কে বা যাত্রীরা আহত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি।