Search
Close this search box.
Search
Close this search box.

৭১তম স্বাধীনতা দিবস উৎযাপন করছে কোরিয়া

liberation day koreaস্বাধীনতার ৭১ বছর উৎযাপন করছে দক্ষিণ কোরিয়া। সরকারী এবং বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উৎযাপন করছে। সরকারী এবং বেসরকারী ৯জন সংসদ সদস্য স্বাধীনতা দিবস উৎযাপন করতে আজ দোকদো দ্বীপে যাচ্ছেন। কোরিয়ান সরকার দোকদোতে স্বাধীনতা দিবস পালনকে ‘ল্যান্ডমার্ক’ হিসেবে ঘোষণা করেছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সাধারণ জনগণ উপভোগ করছে সরকারী ছুটি। আজ সিউলে দিনব্যাপী বিভিন্ন ধরণের কোরিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, কনসার্টসহ চলবে নানা আয়োজন।

chardike-ad

১৯৪৫সালের এই দিনে দুই কোরিয়া জাপান থেকে স্বাধীনতা লাভ করে। প্রায় ৩৫ বছরের জাপানীদের অধীনের থাকার পর স্বাধীনতা লাভ করলেও খুব দ্রুত সময়ে দুই ভাগ হয়ে যায় দেশটি।  উত্তর এবং দক্ষিণ ভাগ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা লেগেই আছে।