Search
Close this search box.
Search
Close this search box.

কাদা উৎসবে লাখ লাখ পর্যটক, শেষ হবে রোববার

অনলাইন প্রতিবেদক, ২৪ জুলাই ২০১৩:

কোরিয়াতে চলছে কাদা মাখামাখির উৎসব। এই উৎসব বিশ্বের বৃহত্তম মাড ফেস্টিভাল (কাদা উৎসব) হিসেবে পরিচিত। বুরিয়ং শহরের দেছন বিচে প্রতি বছরের মত এই বছরও লাখ লাখ পর্যটক ভীড় জমিয়েছে কাদা উৎসবে। সিউল থেকে ২০০ কিমি দক্ষিণের এই বিচে আগামী রবিবার পর্যন্ত চলবে ব্যতিক্রমধর্মী এই উৎসব।

chardike-ad

554767_404378152934702_1518018735_nএই উৎসবে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই পর্যন্ত তিন লাখ পর্যটক কোরিয়াতে এসেছেন। গত বছর বিদেশী পর্যটকসহ প্রায় ৩০ লাখ পর্যটক এই উৎসব মাতিয়েছিলেন। এবারের উৎসবে ফ্যামিলি জোন রাখা হয়েছে যেখানে সপরিবারে এই কাদা উৎসব উপভোগ করার সুযোগ পাবেন।

দেছন বিচের আশেপাশের এলাকা এখন প্রচন্ড ব্যস্ত একটি এলাকা। রেস্টুরেন্ট, হোটেলসহ সব ধরণের ব্যবসায়ীদের সারাবছরের ব্যস্ততা যেন এই দুই সপ্তাহের জনে জমা হয়েই ছিল। মূলত কাদার কসমেটিকের গুরুত্ব মানুষকে জানানোর জন্যই এই উৎসবের সূচনা হয়। এখন এই কাদা উৎসব প্রতি বছর সারা বিশ্বের মানুষ উপভোগ করে।