আর কিছুক্ষণ পরই জানা যাবে কে হচ্ছেন ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন নাকি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প?
চূড়ান্ত ফলঘোষণা পর্যন্ত মার্কিন নির্বাচনের সর্বশেষ ফলাফল এখানে-
সর্বশেষ ফলাফল-
প্রার্থী > | ডোনাল্ড ট্রাম্প | হিলারি ক্লিনটন |
---|---|---|
ভোট > | ৫২,২৬৭,৩২৬ | ৫১,০৮০,৬৮১ |
প্রাপ্ত ইলেক্টোরাল আসন > | ২৬৬ | ২১৮ |
# ৫৩৮ ইলেক্টোরাল আসনের মধ্যে জয়ের জন্য অন্তত ২৭০টি ইলেক্টোরাল আসন পেতে হবে
ভোটের দিনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা
#নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন না করায় দুই নির্বাচনী কর্মীকে প্রত্যাহার
#ক্যালিফোর্নিয়ায় একটি নির্বাচনী কেন্দ্রের কাছে গুলিতে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এই গুলির ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
#নেভাডায় একটি ভোট কেন্দ্র নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘন্টার বেশি খোলা রাখার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প শিবিরের মামলা আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক।
#নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে ভোটকেন্দ্রে প্রতিবাদ জানিয়েছেন দুই টপলেস নারী। ওই দুই নারীকেই পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
# নেভাডায় একটি ভোট কেন্দ্র নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘন্টার বেশি খোলা রাখার অভিযোগে মামলা করেছে ডোনাল্ড ট্রাম্প শিবির
#নিউইয়র্কে ভোট দিয়েছেন হিলারি ক্লিনটন। স্থানীয় সময় সকাল ৮টা ৫মিনিটে ভোট দেন তিনি।
#ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। স্থানীয় সময় সকাল ১১টায় নিজের ভোট দেন ট্রাম্প।
# ভোট দিয়েছেন বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
# এরআগে মিডনাইট আর্লি পোলে কিছু মানুষ ভোট দেন নিউ হ্যাম্পশায়ারে। সেখানে ট্রাম্প পেয়েছেন ৩২ ভোট, ক্লিনন্টন ২৫। এই ফল বেশি গুরুত্ব দেওয়ার মতো না হলেও, আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এগিয়ে রিপাবলিকান প্রার্থী।
#স্থানীয় সময় ভোর ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টায়) ভোট শুরু হয়।
# ১৪ রাজ্যকে ‘ব্যাটলগ্রাউন্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হল ফ্লোরিডা (২৯ ইলেক্টোরাল ভোট), জর্জিয়া (১৬), ভার্জিনিয়া (১৩), নর্থ ক্যারোলাইনা (১৫), পেনসিলভ্যানিয়া (২০), নিউ হ্যাম্পশায়ার (৪), ওহাইয়ো (১৮), মিসৌরি (১০), মিশিগান (১৬), উইসকনসিন (১০), আইওয়া (৬), নেভাডা (৬), অ্যারিজোনা (১১), কলোরাডো (৯)।
#নির্বাচকমণ্ডলী বা ইলেক্টোরাল কলেজের ৫৩৮ আসনের মধ্যে জয়ের জন্য অন্তত ২৭০টি আসন পেতে হবে।