Search
Close this search box.
Search
Close this search box.

ট্রাম্পের এগিয়ে থাকার খবরে কানাডার অভিবাসন সাইট ক্র্যাশ

canadaট্রাম্পের বিজয় প্রায় আসন্ন। আর তাতেই আমেরিকায় থাকা মানুষগুলো এখন ইমিগ্রেশন খুঁজছেন কানাডাতে। ফলে ভেঙে পড়েছে কানাডার সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সাইট।

কানাডার এই ওয়েবসাইটের মাধ্যমেই কানাডাতে বসবাসের বা নাগরিকত্ব পাওয়ার আবেদন করা যায়। কিন্তু হঠাৎ সেখানে প্রবেশই করতে পারছে না ইমিগ্রেশনপ্রত্যাশীরা।

chardike-ad

কানাডার সিটিজেনশীপ ও ইমিগ্রেশন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.cic.gc.ca ওয়েবপেজটিতে ক্লিক করলে ‘অভ্যন্তরীন সার্ভারের ত্রুটির কারণে’ ওয়েবসাইটটি খোলা যাচ্ছে না বলে বার্তা পাওয়া যায়।canada-2

ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বিপুল সংখ্যক মার্কিনী কানাডায় পাড়ি জমাবেন- এই ধরনের একটি প্রচারণা নির্বাচনের আগ থেকেই ছিলো। নির্বাচনে ডোনাল্ড ট্রামের এগিয়ে থাকার সংবাদ প্রচারের সাথে সাথে কানাডা ইমিগ্রেশন আলোচনায় চলে আসে।

স্থানীয় সময় রাত ৯টা থেকে গুগল সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি সার্চ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ফলাফল। ‘কানাডা ইমিগ্রেশন’ ছিলো সর্বাধিক সার্চের তালিকায় ২৬তম।