Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে গোয়েন্দা চুক্তি স্বাক্ষর

2234092016-11-23_3_58617

জাপান ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বিষয়ে গোয়েন্দা তথ্য বিনিময়ে বুধবার একটি চুক্তি স্বাক্ষর করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবেলায় এ চুক্তির ‘প্রয়োজন’ ছিল। উত্তর কোরিয়া এ বছর দু’দফা পারমানবিক পরীক্ষা চালায় এবং ২০ টির বেশী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

chardike-ad

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘তারা যেকোন সময় আরো পারমানবিক পরীক্ষা চালাতে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্রস্তুত রয়েছে।’ ‘আমরা এখন থেকে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমানবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি কার্যকরভাবে মোকাবেলা করতে জাপানের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগাতে পারি। এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় সিউল ও টোকিও পিয়ংইয়ংয়ের বিষয়ে সামরিক গোয়েন্দ তথ্য বিনিময়ে মাধ্যম হিসেবে বর্তমানে ওয়াশিংটনকে ব্যবহার করে।