শনিবার । জুন ১৪, ২০২৫ । ১১:২২ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৭ ডিসেম্বর ২০১৬, ৮:১৪ অপরাহ্ন
শেয়ার

৪০ যাত্রী নিয়ে পাকিস্তানি বিমান বিধ্বস্ত


pakistan

পাকিস্তানের ৪০ যাত্রীবাহী একটি বিমান ইসলামাবাদ থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়েছে। বুধবার চিত্রাল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়।

দেশটির জাতীয় দৈনিক ডন নিউজের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট পিকে-৬৬১ এর যাত্রীবাহী বিমানটি বুধবার স্থানীয় সময় সাড়ে ৩টায় চিত্রাল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ডন নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদগামী ৪৭ যাত্রীবাহী পিআইএর একটি বিমান অ্যাবাটোবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।