সোমবার । জুন ২৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২০ ডিসেম্বর ২০১৬, ৪:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা


base_1482171697-russia01তুরস্কে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলফ। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

তুর্কি সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, রাজধানী আঙ্কারায় এক আর্ট গ্যালরিতে এই হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রদূত সেখানে ভাষণ দেয়ার সময় আততায়ী সিরিয়ার আলেপ্পো শহর সম্পর্কে চিৎকার করে কিছু বলে এবং কারলফকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এদিকে রুশ পার্লামেন্ট সদস্য লেওনিদ স্লাতস্কিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, কারলফের হত্যার পরও মঙ্গলবার মস্কোতে সিরিয়ার সঙ্কট নিয়ে রাশিয়া, ইরান এবং তুরস্কের মধ্যে আলোচনা চলবে।

রাষ্ট্রদূতের মৃতদেহের পাশে আততায়ী
রাষ্ট্রদূতের মৃতদেহের পাশে আততায়ী

প্রসঙ্গত, সিরিয়া সঙ্কট নিয়ে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছে। সিরীয় সরকারের প্রতি রাশিয়ার সমর্থনের প্রতিবাদে ইস্তাম্বুলে রুশ দূতাবাসের বাইরে সম্প্রতি বিক্ষোভ হয়েছে। তবে আলেপ্পোয় যুদ্ধবিরতির ব্যাপারে দুই দেশ সহযোগিতার ভিত্তিতে কাজ করছিল।

সূত্র: বিবিসি