Search
Close this search box.
Search
Close this search box.

নভেম্বরে কোরিয়া থেকে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৩৮ কোটি ৪৩ লাখ টাকা  

গতমাসে দক্ষিণ কোরিয়া প্রবাসীরা ৪.৮৬ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে যা টাকার হিসেবে প্রায় ৩৮ কোটি ৪২ লাখ ৭২ হাজার টাকা। বর্তমান ২০১৬-১৭ অর্থবছরে নভেম্বরের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল সর্বনিন্ম। এই অর্থবছরে আগস্টে সর্বোচ্চ ৯.০৯ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছিল কোরিয়া প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া সূত্রে এইসব তথ্য পাওয়া যায়।

গত পাঁচ মাসে কোরিয়া থেকে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৩৩.৩৮ মিলিয়ন ডলার। গত অর্থবছরে এই পর্যন্ত সর্বোচ্চ ৬৪.৭৮ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছিল।

chardike-ad

won-taka

শুধু কোরিয়া নয় রেমিটেন্স কমেছে প্রায় সব দেশ থেকেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে দেশে প্রবাসী আয় এসেছে ৫২০ কোটি ৭১ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬১৭ কোটি ৪৫ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯৬ কোটি ৭৪ লাখ ডলার বা ১৫ দশমিক ৬৭ শতাংশ কম রেমিটেন্স এসেছে।