kamrul hasa

বিটিভি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবপেজের মধ্যে মিল আছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডঃ কামরুল হাসান। তাঁর দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।

chardike-ad

“বাংলাদেশের বিটিভি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবপেজ দুটোর মধ্যে মারাত্মক মিল।

বিটিভি যেমন প্রধানমন্ত্রী আর তার মন্ত্রিপরিষদের আত্মপ্রচারণার বাক্স তেমনি ডিইউ (DU) web page হলো ভিসি, প্রোভিসি আর কোষাধ্যক্ষদের প্রচারণার বাক্স। এই দুটোই অন্ধের মত। কে ক্ষমতায় সেই দিকে ভ্রূক্ষেপ নেই। তাদের কাজ যে যখন ক্ষমতার মসনদে থাকবে অনুগত ভৃত্যের মত প্রচারণা চালিয়ে যাওয়া।

সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবপেজ ঘাটলে কে ভিসি, কে প্রোভিসি তাদের নাম খুঁজে পাওয়াই একটা কষ্টসাধ্য ব্যাপার হবে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবপেজের প্রথম পাতা জুড়ে থাকবে উনারা কে কোথায় গিয়েছিলেন, কি উদ্ধোধন করেছেন, কোথায় ফুল দিয়েছেন বা কোন ডেলিগেটের সাথে মতবিনিময় করেছেন ইত্যাদি। সারা পৃথিবীর ওয়েবপেজের প্রথম পাতায় থাকে breakthrough গবেষণার সংবাদ, নেচার, সাইন্স জার্নাল বা স্বনামধন্য জার্নালে প্রকাশিত আর্টিকেলের হাইলাইটস। এমন আত্মপ্রচারে আত্মনিয়োগ করা জাতি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।”