election
বাংলাদেশের ১২তম নির্বাচন কমিশনের নেতৃত্বে আসছেন রনাঙ্গনের মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার পদে সাবেক সচিব জনাব হুদা এবং আলী ইমাম মজুমদারের নাম সুপারিশ করেন। রাষ্ট্রপতি এই দুজনের মধ্যে নুরুল হুদাকেই বেচে নেন। সোমবার রাত নয়টায় এক সংবাদ সম্মলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
কে এম নুরুল হুদার নেতৃত্বে চারজন কমিশনারকে আগামীকাল মঙ্গলবার নিয়োগ দেয়া হবে। তারা আগামী বুধবার শপথ নিতে পারেন। নুরুল হুদা ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি কর্মকমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই বছরের ৩০ জুলাই প্রশাসন ক্যাডারে যোগ দেন।