north korea USA

দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে পাল্টা ‘নির্মম পরমাণু হামলা’ চালানো হবে বলে আজ(বৃহস্পতিবার) হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশ দুইটির চলমান যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে এ হুমকি দেয়া হয়। উত্তর কোরিয়ার এক সামরিক মুখপাত্রের বিবৃতির বরাত দিয়ে এ হুমকি দেয়া হয়।

chardike-ad

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয় যে মার্কিন সাম্রাজ্যবাদ এবং দক্ষিণ কোরিয়ার তাবেদার সরকার পিয়ংইয়ং’এর দোর গোড়ায় আবারো বিপজ্জনক পরমাণু মহড়া শুরু করেছ। উত্তর কোরিয়ার বাহিনী এর কঠোর জবাব দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উভয় দেশ সামরিক মহড়া শুরুর একদিনের মাথায় কঠোর এ প্রতিক্রিয়া জানাল উত্তর কোরিয়া। দু’পর্বের এ মহড়ায় ১৫ হাজার মার্কিন এবং ৯০ হাজার কোরিয় সেনা অংশ গ্রহণ করছে বলে ধারণা করা হচ্ছে।