Search
Close this search box.
Search
Close this search box.

পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বৈঠক চায় আমেরিকা-জাপান

north-koreaউত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহবান জানিয়েছে আমেরিকা ও জাপান। এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দৃশ্যত ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।

দক্ষিণ কোরিয়ার চিফ অব স্টাফ গতকাল (রোববার) ঘোষণা করেন যে, উত্তর কোরিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর কয়েক ঘণ্টা পর জাপান ও আমেরিকা নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানায়। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি নিয়ে প্রেসিডেন্ট মুন জে-ইন দক্ষিণ কোরিয়ার ক্ষমতায় আসার পরপরই পিয়ংইয়ং এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।

chardike-ad

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।