মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ মে ২০১৭, ৮:১৪ পূর্বাহ্ন
শেয়ার

বিমান দুর্ঘটনা মোকাবেলায় শাহ আমানতে মহড়া


amanatsah-airportবিমান দুর্ঘটনা মোকাবিলায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিমানবাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, বাংলাদেশ বিমানসহ বিভিন্ন বিমান সংস্থা অংশ নেয়।

এছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতাল, নৌবাহিনী হাসাপাতাল, মা ও শিশু হাসপাতাল এবং আঞ্জুমান মফিদুল ইসলাম এ মহড়ায় অংশ নেয়। এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ-২০১৭ নামে এ মহড়া চলে। মহড়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ ছিল।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন