Search
Close this search box.
Search
Close this search box.

দেশে ইন্টারনেট ব্যবহারকারী এখন ৭ কোটি

Internet২০১৭ সালের এপ্রিল পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৭ কোটিতে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপনের সময় এই তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, দেশে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তথ্যের প্রবাহও বাড়ছে। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে চলমান কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

chardike-ad

অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের সরকারের অন্যতম উন্নয়ন কৌশল। এই লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে তথ্য প্রযুক্তি খাতের অধিকাংশ পণ্যের আমদানি শুল্ক ও কর রেয়াত সুবিধা দিয়ে আসছি। ফলে দেশে প্রযুক্তির ব্যাপক প্রসার হয়েছে।

তিনি বলেন, প্রচুর সম্ভাবনাময় আইসিটি খাত রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে বিশেষ অবদান রাখবে। এই খাতে প্রয়োজনীয় শুল্ক-কর প্রণোদনা এবং নীতি সহায়ক প্রদানের জন্য মোবাইল, ল্যাপটপ, আইপ্যাডের স্থানীয় সংযোজন ও উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে এই খাতের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ আমদানিতে প্রজ্ঞাপনের মাধ্যমে শুল্ক রেয়াত সুবিধার প্রস্তাব করছি।