Search
Close this search box.
Search
Close this search box.

বিদেশে বেড়াতে গিয়ে টেলিভিশন আনার শুল্ক কত?

tvসাধারণত দেখা যায় যারা বিদেশে বেড়াতে যান তারা অনেকই টেলিভিশন, মোবাইল বা ক্যামেরার মতো ইলেকট্রনিক পণ্য নিয়ে আসেন। তবে এইসব পণ্য আনতে নির্দিষ্ট পরিমাণ শুল্ক ও কর পরিশোধ করতে হয়। কিন্তু আমরা বেশিভাগই জানিনা এইসব পণ্য আনতে কি পরিমাণে শুল্ক ও কর পরিশোধ করতে হয়?

গত ১ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬ এর সংশোধনী জারি করে। এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান স্বাক্ষরিত এই ব্যাগেজ রুলসের সংশোধনীতে দেখা গেছে বেড়াতে গিয়ে বিদেশ থেকে টেলিভিশন আমদানিতে নিম্নহারে শুল্ক ও কর পরিশোধ করতে হবে।

chardike-ad

তো চলুন দেখে নেয়া যাক প্লাজমা, এলসিডি, টিএফটি ও এলইডি টেলিভিশন আদমানিতে কর হার

ক্রমিক টেলিভিশনের আকার কর হার (টাকায়)
১ ৩০ থেকে ৩৬ ইঞ্চি ১০,০০০/-
২ ৩৭ থেকে ৪২ ইঞ্চি ২০,০০০/-
৩ ৪৩ থেকে ৪৬ ইঞ্চি ৩০,০০০/-
৪ ৪৭ থেকে ৫২ ইঞ্চি ৫০,০০০/-
৫ ৫৩ থেকে ৬৫ ইঞ্চি ৭০,০০০/-
৬ ৬৬ ইঞ্চির বেশি ৯০,০০০/-

যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬ অনুসারে ইলেকট্রনিক পণ্যের মধ্যে ৪ এর অধিক তবে সর্বোচ্চ ৮ টি স্পীকারসহ (মিউজিক সেন্টার), হোম থিয়েটার (সিডি/ ভিসিডি/ ডিভিডি/এলডি/এমডি/বু রেডিস্ক সেট) আমদানিতে ৮,০০০ টাকা শুল্ক ও কর পরিশোধ করতে হবে। রেফ্রিজারেটর/ডিপ ফ্রিজার ৫,০০০ টাকা, প্রকার ভেদে এয়ার কুলার/এয়ার কন্ডিশনার আমদানিতে যথাক্রমে ৭,০০০ টাকা, ১৫,০০০ টাকা ও ২০,০০০ টাকা পরিশোধ করতে হবে। আর ডিশ এন্টেনা আনতে ৭,০০০ টাকা পরিশোধ করতে হবে।