Search
Close this search box.
Search
Close this search box.

কাতারের পক্ষে কথা বললো ব্রিটেন

Qatar-flagকাতারের সাথে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর চলমান সংকট নিরসনে এগিয়ে এসেছে ব্রিটেন। দেশটি ইতোমধ্যে কাতারের ওপর সৌদি আরবসহ ৬ দেশের অবরোধ শিথিল করার আহ্বান জানিয়েছে।

কাতের ওপর অবরোধ আরোপ করায় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন বলেন, কাতার আমাদের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ মিত্র। কাতারের বিরুদ্ধে নেয়া সৌদি আরব, আরব আমিরাত, মিসর ও বাহরাইনের পদক্ষেপে আমরা খুবই উদ্বিগ্ন।

chardike-ad

সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলেনে এ কথা বলেন বরিস জনসন। এর আগে তিনি কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে একটি বৈঠকে মিলিত হন।

এর আগে জিসিসি ও কাতার সমস্যার সমাধান আর মাত্র ২৪ ঘণ্টার ব্যাপার বলে জানিয়েছিলো কাতারের একটি সূত্র। সমস্যা সমাধানে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

কুয়েতের আমির আল জাবের আল সাবাহ (চতূর্থ) এই তিন দেশের আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। এবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসনের মতও কাতারের পক্ষে গেলো।