Search
Close this search box.
Search
Close this search box.

যেকোনো সময় উত্তর কোরিয়ার পরবর্তী পারমাণবিক পরীক্ষা

nuclear-bombউত্তর কোরিয়ার হাতে পারমাণবিক বোমা তৈরির উপযোগী আরও সমৃদ্ধ প্লুটোনিয়াম থাকতে পারে। যা দিয়ে তারা পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াতে পারে। আর তাদের ষষ্ঠ পারমাণবিক পরীক্ষাও যেকোনো সময় তারা চালাতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ প্রকল্প ৩৮ নর্থ সেপ্টেম্বর থেকে জুনের শেষ নাগাদ পিয়ংইয়ংয়ের ইয়ংবেয়ন পারমাণবিক কেন্দ্রের রেডিওকেমিক্যাল ল্যাবরাটরির স্যাটেলাইট ছবির ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে।

chardike-ad

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইয়ংবেয়নে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ছবিতেও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়াতে সেন্ট্রিফিউজের কাজ চলার আভাস থাকতে পারে। সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির জ্বালানির আরেক উৎস।

উত্তর কোরিয়া ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম ব্যবহার করে অ্যাটম বোমা বানায় এবং তারা ৫টি পারমাণবিক বোমা পরীক্ষাও করেছে। কর্মকর্তারা বলছেন, ছয় নম্বর পরীক্ষাটিও তারা যেকোনো সময়ই চালাতে পারেন।