trumpএকদিন না ঘুরতেই উত্তর কোরিয়ার দিকে ইঙ্গিত করে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের আঘাত হানার সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে বেশি। বুধবার সকালে কয়েকটি টুইটবার্তায় ট্রাম্প এ হুঁশিয়ারি দিয়েছেন।

মাত্র একদিন আগে অর্থাৎ মঙ্গলবার ছুটিতে থাকান ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে ফের হামলার হুমকি দিলে উত্তর কোরিয়াকে আগ্রাসী জবাব দেওয়া হবে। পিয়ংইয়ংকে এমন জবাব দেওয়া হবে, যা আগে কখনো দেখেনি বিশ্ব। এর পরিপ্রেক্ষিতে কয়েক ঘন্টা পরই পাল্টা হুমকি দিয়ে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের গুয়াম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে।

chardike-ad

বুধবার সকালে টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম আদেশ ছিল আমাদের পারমাণবিক অস্ত্রের সংস্কার ও আধুনিকায়ন করার। এটি এখন আগের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি শক্তিশালী।’

তিনি আরো লিখেছেন, ‘ আশা করি আমাদের কখনো এই ক্ষমতা প্রদর্শণ করতে হবে না। তবে এমন সময় কখনো আসবে না যে আমরা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী জাতি থাকব না।’