মানুষের ইন্টারনেট জীবনের বিলাসিতা সম্পর্কে আমাদের ধারনা কতোটুকু? যারা একটু ধনবান তারা আমাজন হতে পন্য ক্রয় করে আর আমাদের মতো যাদের উপার্জন ভালো না তারা বিক্রয় ডট কম হতে পুরান সেকেন্ড হ্যান্ড প্রডাক্ট কিনে। মোটামুটি প্রয়োজনে সহজ ডট কম হতে আমরা টিকিট বুকিং দেই। ৩০০ টাকায় নেট কিনে ফেসবুকিং করি এই তো আমাদের বিলাসি জীবন। কিন্তু এমন কিছূ ব্যায় বহুল ওয়েব সাইট আছে যা শুনলে আপনি সত্যি ই অবাক হবেন। আসুন দেখে নেই কিছূ ব্যয়বহুল ওয়েব সাইট সম্পর্কে।
রিচকিড্স সোশ্যাল নেটওয়ার্ক: ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু কেবল মাত্র ধনবানদের জন্য। সাইটের রেজিঃ ফি প্রতি মাসে ১০০০ ইউরো, জি হ্যা ঠিকই শুনছেন এক হাজার ইউরো, সাইটে লেখা রয়েছে “If it’s too much for you, it’s not for you.”। সাইটটির লিংক: www.richkids.life
জেমস এডিশন: ‘জেমস এডিশন’ নামে একটা ওয়েবসাইট আছে, যেটা মিলিয়নিয়ারদের আমাজান। এখানে আপনি ১৮ মিলিয়ন ডলারের প্রাইভেট জেট, ১৫ মিলিয়ন ডলারের ইয়ট, লেটেস্ট এস্টন মার্টিন বন্ড এডিশন কার সব কিছু কিনতে পারবেন! ওহ, ব্যাটম্যান মুভির সেই কালো গাড়িটার কথা মনে আছে তো? সেটাও পাওয়া যায়, দাম মাত্র ১০ মিলিয়ন ডলার! আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, এখানে অরিজিনাল একে-47 দিয়ে তৈরি চেয়ারও পাওয়া যায়! সাইটটির লিংক: www.jamesedition.com
অনলাস্কি: এটি একটি ডেটিং সাইট, এর ৪১% মেম্বার মিলিয়নিয়ার। আপনি এখানে মেম্বার হতে চাইলে সাইট কতৃপক্ষ আপনার ছবি, ইনকাম ভেরিফাই করবে তারপর আপনি মেম্বার হতে পারবেন! শুনে অবাক হবেন, অনলাস্কি কিছুদিন আগে তাদের ৪০০০০ মেম্বারকে ব্যান করেছে, কারন তারা নাকি দেখতে মোটেও সুন্দর না। সাইটটির লিংক: www.onluxy.com
কুইন্টএসেনশিয়াল: এটি অনেকটা ইভেন্ট ম্যানেজমেন্ট টাইপের ওয়েব সাইট। বিশ্বের ৬০ টি শহরে তাদের সার্ভিস আছে। আপনি বিয়ের অনুষ্ঠানটি পিরামিডের ভেতরে করতে চান? অথবা লন্ডন ব্রিজের উপরে? তারা এরেঞ্জ করে দিবে। একবার তো সিডনি হার্বার ব্রিজ বন্ধ করে দিয়েছিলো শুধু একটা বিয়ের অনুষ্ঠানের জন্য। সাইটটির লিংক: www.quintessentially.com
বুক মাই চার্টার: ই টিকিট বুকিং সেবা ওয়েব সাইট। ব্যয়বহুল হেলিকপ্টার, জেট বিমান, ইয়ট ভাড়া নেয়ার জন্য বিশ্বের ধনবানরা এই ওয়েব সাইটে বুকিং দিয়ে থাকে। সাইটটির লিংক: www.bookmycharters.com