Search
Close this search box.
Search
Close this search box.

কেসং শিল্পাঞ্চল পুনরায় চালুর হচ্ছে সোমবার থেকে

অনলাইন প্রতিবেদক, ১১ সেপ্টেম্বর ২০১৩, সিউল:

বন্ধ হয়ে যাওয়া কেসং শিল্পাঞ্চল পুনরায় চালু করার বিষয়ে একমত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। আগামী সোমবার থেকেই প্রাথমিকভাবে কেসং শিল্পাঞ্চল খুলে দেওয়া হবে।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় থেকে জানানো হয়, রাতভর দুই পক্ষ আলোচনা করেছে। আলোচনায় সিদ্ধান্ত হয় ১৬ সেপ্টেম্বর থেকে শিল্পাঞ্চলটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। দক্ষিণের ইউনিফিকেশন মন্ত্রণালয় জানায়, কমপ্লেক্স বন্ধ হয়ে যাওয়ার কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বছরের বাকি সময়গুলোর জন্য যেন কর অব্যাহতি দেওয়া হয়।

119375দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীরা যেন সহজেই এ অঞ্চলে প্রবেশ করতে পারে এ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় শিল্পাঞ্চলটিতে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অক্টোবরে একটি শোভাযাত্রা করার পরিকল্পনা করছে দুই পক্ষ।

কেসং পুনরায় চালু করতে দুই পক্ষ বহুবার গোল টেবিল বৈঠকে বসলেও কোনো কাজ হয়নি। গতমাসে তারা কমপ্লেক্স পুনরায় চালুর বিষয়ে পাঁচটি পয়েন্টে একমত হলেও কোনো তারিখ ঠিক করতে পারেনি।