Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার সঙ্গে এখনই পরমাণু যুদ্ধের আশঙ্কা নেই : সিআইএ

ciaযুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক মাইক পম্পেও বলেছেন, অচিরেই পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটনের পরমাণু যুদ্ধের কোনো আশঙ্কা নেই। রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ‘উদ্বেগজনক গতিতে’ এগিয়ে যাচ্ছে। পিয়ংইয়ং আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও অবাক হওয়ার কিছু থাকবে না।’ তিনি সতর্ক করে বলেন, আমেরিকার ‘কৌশলগত ধৈর্যের বাঁধ’ ভেঙে যাচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাজ্য যেন না জড়িয়ে পড়ে সেজন্য প্রধানমন্ত্রী তেরেসা মেকে হুশিয়ারি দিয়েছেন বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে পরস্পরের বিরুদ্ধে প্রচণ্ড বাকযুদ্ধে লিপ্ত হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে ‘আগুন ও উন্মত্ততার’ হুমকি দিয়েছেন। পাল্টা উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন নিয়ন্ত্রণাধীন গুয়াম দ্বীপে হামলার হুমকি দিয়েছেন। সিআইএ প্রধান বলেন, তিনি এ ব্যাপারে ‘পুরোপুরি নিশ্চিত’ যে, কিম জং উন পরমাণু কর্মসূচির প্রসার ঘটিয়ে যাবেন। পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে কতদূরে রয়েছে- এমন প্রশ্নের জবাবে পম্পেও বলেন, তারা সে সক্ষমতার ‘কাছাকাছি’ পৌঁছে গেছে।

chardike-ad