Search
Close this search box.
Search
Close this search box.

গুগলের দেড় লাখ ডলার বৃত্তি, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

google-awardsবিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানভিত্তিক গবেষণায় উৎসাহ দিতে প্রতি বছরই রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করে গুগল। এরই ধারাবাহিকতায় এ বছরও শুরু হয়েছে এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন গ্রহণ কার্যক্রম। গবেষণায় উৎসাহিত করতে এ বছর ১ লাখ ৫০ হাজার ডলারের অ্যাওয়ার্ড দেবে গুগল। বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে এই অ্যাওয়ার্ডের জন্য।

মূলত প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে গুগল। এর পাশাপাশি বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকদের উদ্ভাবনকে স্বীকৃতি দিয়ে বৃহৎ পরিসরে নিয়ে যেতেও গুগল সহায়তা করে থাকে। বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ এবং অংশীদারিত্বমূলক সম্পর্ক বজায় রাখার অংশ হিসেবেই গুগল এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে।

chardike-ad

বর্তমানে উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, চীন, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারতে গুগলের বিশেষ টিম রয়েছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং উদ্ভাবনে প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে।

গুগল জানিয়েছে, কিছু নির্দিষ্ট বিষয়ের উপর গবেষণার ক্ষেত্রেই কেবল এই বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে আছে অর্থনীতি ও মার্কেট অ্যালগরিদম, ম্যাপ, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন, মেশিন লার্নিং ও ডাটা মাইনিং, মেশিন পারসেপশন, সামাজিক যোগাযোগ, নিরাপত্তা, নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারড ডাটা প্রভৃতি বিষয়।

আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭। আবেদন করতে এখানে ক্লিক করুন।