Search
Close this search box.
Search
Close this search box.

আরো ক্ষেপণাস্ত্র বানানোর নির্দেশ দিলেন কিম

kimনতুন করে আরো ক্ষেপণাস্ত্র ওয়ারডেহ ও রকেট ইঞ্জিন বানাতে উত্তর কোরিয়ার বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার হুমকির পর তিনি এ নির্দেশ দিলেন। এছাড়া, সাম্প্রতিক নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ওপর প্রভাব ফেলতে শুরু করেছে বলে মার্কিন কর্মকর্তারা যে মন্তব্য করেছেন তাতেও ক্ষিপ্ত হয়েছেন কিম।

উত্তর কোরিয়ার ‘কেমিক্যাল ম্যাটেরিয়াল ইনস্টিটিউট অব দ্যা অ্যাকাডেমি অব ডিফেন্স সায়েন্স’ পরিদর্শনের সময় কিম জং উন সেখানকার কর্মীদেরকে আরো বেশি সলিড-ফুয়েল চালিত রকেট ইঞ্জিন ও রকেট ওয়ারহেড তৈরির নির্দেশ দেন। তিনি বলেন, “আমি চাই রকেট ইঞ্জিন উৎপাদন প্রক্রিয়া ও ক্ষেপণাস্ত্র ওয়ারহেড উৎপাদনের কার্যক্রম বাড়ানো হোক।”

chardike-ad

এদিকে, উত্তর কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত ছবিতে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দেখা গেছে যা এর আগে কখনো দেখা যায় নি। একটি ছবিতে দেখা যাচ্ছে নতুন ক্ষেপণাস্ত্রের ডায়াগ্রাম যা অনুসরণে ‘পুকগুকসং-৩’ নামের নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে।