Search
Close this search box.
Search
Close this search box.

চিটাগাং এসোসিয়েশন অব কোরিয়া’র মুক্ত আলোচনা শুক্রবার

অনলাইন প্রতিবেদক, ১৭ সেপ্টেম্বর ২০১৩, সিউল:

কোরিয়ায় বসবাসরত চট্রগ্রামের অধিবাসীদের নিয়ে একটি সংগঠন গঠন করার লক্ষ্যে মুক্ত আলোচনার আহবান জানানো হয়েছে। আগামী শুক্রবার সিউলের ইথেউওন মসজিদের কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্টিত হবে।

chardike-ad

1305504_10151674502443935_1998777084_nমূলত কোরিয়ায় বসবাসরত চট্রগ্রামের অধিবাসীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি অরাজনৈতিক সংগঠন করাই হবে আলোচনা সভার মূল লক্ষ্য। বিকাল ৩ টায় মুক্ত আলোচনা শুরু হয়ে সন্ধ্যা ৬ টায় শেষ হবে।

আলোচনা শেষে সান্ধ্যভোজনের মাধ্যমে অনুষ্টানটি শেষ হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উক্ত মুক্ত আলোচনায় অংশ নিতে ইচ্ছুক সবাইকে আহবায়ক সুফিয়ান সিকদারের (০১০-২৪৪৩-৪২১১) সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।