‘পিকো দে ওরিজাবা’ শৃঙ্গটি সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার ৬৩৬ মিটার (১৮ হাজার ৪৯১ ফুট) উচ্চতায় অবস্থিত। আগ্নেয়গিরিটি বর্তমানে সুপ্ত অবস্থায় আছে। ওয়াসফিয়া গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় ‘পিকো দে ওরিজাবা’ জয়ে গ্রামীণফোনের কর্মকর্তারা গর্বিত মনে করছেন।
তাঁরা বলেন, ‘গ্রামীণফোন গতানুগতিকতার বাইরে বড় অর্জনে বিশ্বাসী। বিগত বছরগুলোতে এ বিশ্বাসই আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ওয়াসফিয়া তার নিজের ক্ষেত্রে সেরা, যেটা আমাদের বিশ্বাসেরই প্রতিধ্বনি।
২০১৬ থেকে গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। ২০১৫ সালে ওয়াসফিয়া নাজরীন প্রথম ও একমাত্র বাঙালি হিসেবে সেভেন সামিট জয় করেছেন।